আন্তর্জাতিক

খামেনির সঙ্গে সাক্ষাৎ বাশার আল আসাদের

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বৃহস্পতিবার (৩০ মে) তেহরানে সাক্ষাৎ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা।

সাক্ষাতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রইসিসহ অন্যান্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সিরীয় প্রেসিডেন্ট। সান্ত্বনা জানান সর্বোচ্চ নেতাকে। রইসির শেষকৃত্যে উপস্থিত থাকতে না পারায় বাশার আল আসাদের এই সফর বলে জানায় সংস্থাটি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের তৈরি সকল রাজনৈতিক ও অর্থনৈতিক বাধা অতিক্রম করে দুদেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা। আহ্বান জানানো হয়, তেহরান-দামেস্ক কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার।

সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ইরানের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট মো. মোখবার। সিরিয়ার সবচেয়ে নিকটতম মিত্র ইরান। দেশটির গৃহযুদ্ধের সময় অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহায়তা দিয়ে বাশার আল আসাদ সরকারকে সহযোগিতা করেছিলো তেহরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d