খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে : ডা. শাহাদাত
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (৬ জুলাই) নগরের কাজীর দেউড়ির নূর আহমদ সড়কে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন সংগঠনটির সাবেক নগর আহবায়ক ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৫ জুলাই) বিকালে সমাবেশটি সফল করতে নগরের কদমতলী বায়তুশ শরফ এলাকায় গণসংযোগকালে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ‘মেডিকেল বোর্ড ইতোমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছেন যে, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্সড সেন্টার এ নিয়ে চিকিৎসা দেওয়া জরুরি। কিন্তু সরকার বেগম খালেদা জিয়াকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে। তাই সবাইকে দেশনেত্রীর মুক্তি আন্দোলনে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে হবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশের গণতন্ত্র মুক্তি সম্ভব না।
এ সময় আবুল হাশেম বক্কর বলেন,‘ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর সুপারিশ করলেও, সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি। ভোটের নামে প্রহসন নির্বিঘ্নে চালাতে সরকার বেগম খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার জন্যই আটক করে রেখেছে। শুধু সরকারের প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়ার ওপর নির্মম, নিষ্ঠুর জুলুম নেমে এসেছে।’
গণসংযোগকালে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সদস্য নিয়াজ মোহাম্মদ খান, মো. কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়া, মহানগর বিএনপি নেতা গাজী আইয়ুব আলী, আবুল হাশেম, নগর যুবদলের সহ সভাপতি মুজিবুর রহমান জঙ্গল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আবদুল আহাদ রিপন, বিএনপি নেতা এম এ হালিম, মো. শাহজাহান, মাহবুব আলম, আবু তাহের, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিটু প্রমুখ।