চট্টগ্রাম

খেলার মাঠ পেয়ে খুশি শিশুরা

নগরের হালিশহর বি-ব্লকে পরিত্যক্ত ভূমিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় খেলার মাঠ করে দেওয়ায় খুশিমনে খেলছে শিশুরা।

সোমবার (২৫ মার্চ) চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী মাঠটি পরিদর্শনে গেলে শিশুরা মেয়রকে ধন্যবাদ জানায়।

এ সময় মেয়র বলেন, এ পরিত্যক্ত ভূমিটি পরিদর্শনে আসলে খেলতে গিয়ে একটি শিশু ব্যথা পাওয়ার দৃশ্য দেখে আমি পরিকল্পনা করি মাঠ উন্নয়নের। পরিত্যক্ত ভূমিটি উন্নয়ন করে খেলার মাঠ ও ওয়াকওয়ে করে দেওয়া হয়েছে।

এ এলাকায় আগে ঈদগাহ ও জানাজার নামাজের স্থানের সংকট ছিল এ মাঠটি সে অভাবও পূরণ করবে।
এ সময় মেয়র ২৬ নম্বর হালিশহর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। মেয়রের সঙ্গে ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মো. ইলিয়াছ, আবদুস সালাম মাসুম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d