চট্টগ্রামধর্ম

খোদাভীতি মকবুল হজের প্রথম শর্ত: সুজন

খোদাভীতি মকবুল হজের প্রথম শর্ত বলে মত প্রকাশ করেছেন মেয়র হজ কাফেলার নির্বাহী পরিচালক খোরশেদ আলম সুজন।

শনিবার (১৮ মে) বিকাল ৩টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের নিচতলায় হাজী সাহেবানদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত মত প্রকাশ করেন তিনি।

প্রশিক্ষণের শুরুতে হজের করণীয়ের উপর গুরুত্বপূর্ণ বয়ান করেন গরীবউল্ল্যাহ শাহ মসজিদের খতিব মাওলানা আনিসুজ্জামান, জমিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক, মাওলানা আবুল কাসেম আল কাদেরী ও মাওলানা আরাফাত।

সভায় আলেমরা বলেন, মোহমায়া ত্যাগ করে পরম করুণাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পণ করতে পেরেছে তারাই হজের পূর্ণতা নিয়ে ঘরে ফিরতে পেরেছে। মেয়র হজ কাফেলার হজ যাত্রা পবিত্র মদিনা শরীফ দিয়ে শুরু করে হুজুর পাকের (সা.) দোয়া নিয়ে হজের উদ্দেশ্যে মক্কা শরীফ যাত্রার মধ্যে এক মহান আধ্যাত্মিকতা রয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় হজের করণীয়ের উপর বক্তব্য রাখতে গিয়ে খোরশেদ আলম সুজন বলেন, হজ ইবাদতের ক্যাম্প লাইফ। হাজীরা কঠোর শৃঙ্খলা, ধৈর্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন। হাজীগণ হজব্রত পালনের মাধ্যমে যেমন আল্লাহপাক নির্ধারিত একটি ফরজ ইবাদত সম্পন্ন করেন তেমনি হজের সফরে আচার আচরণের মধ্য দিয়ে নিজ দেশের সামাজিক উৎকর্ষতাকেও তুলে ধরতে পারেন।

সংস্থার সিইও একেএম নুরুল আনোয়ারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, মুসা মিরদাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d