চট্টগ্রাম

গভীর সাগরে হারিয়ে যাওয়া সেই ১৫ জেলেকে উদ্ধার

চট্টগ্রাম: আনোয়ারার সরেঙ্গা থেকে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ সেই ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ১৫ জেলেকে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে উদ্ধার করেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোন।

সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. তাকিউল আহসান বলেন, মিয়ানমার নৌবাহিনীর মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ নিয়ে ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

তারা নিজেদের মতো করে বাড়ি চলে গেছেন। এর আগে ৩ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে মাছ ধরতে সাগরে যায় ‘মা-মণি’ নামের একটি ফিশিং ট্রলার। ট্রলারে ছিলেন ১৫ জেলে। ৪ জানুয়ারি ইঞ্জিন শ্যাফট ভেঙে তাদের ট্রলার বিকল হয়ে যায়। এরপর দশদিন বোটটির কোনো খবর পাওয়া যাচ্ছিল না। ১৪ জানুয়ারি মিয়ানমারের একটি ফিশিং ট্রলার সাগরে ভাসমান বিকল বোটটি দেখতে পায় এবং বোটটিকে টেনে মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় নিয়ে যায়।

বোটের একজন মাঝি বোটের মালিককে ফোনে জানান, তারা মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে আছেন। চট্টগ্রামের আনোয়ারা থেকে বোটের মালিক ওবায়দুল হক তখন ৯৯৯ এ ফোন করে সহায়তার অনুরোধ জানান। দায়িত্বরত কনস্টেবল নোবেল দাস সেই বার্তা পৌঁছে দেন কোস্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও সেন্ট মার্টিন কোস্ট গার্ডকে।

সেন্ট মার্টিন কোস্ট গার্ডের উদ্ধারকারী দল মিয়ানমার-বাংলাদেশ জলসীমায় গিয়ে মিয়ানমারের নৌবাহিনীর হেফাজত থেকে ১৫ জন জেলেসহ বিকল বোটটি উদ্ধার করে সেন্ট মার্টিন নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d