গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচা আজিজল ইসলামকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাতিজা সিদ্দিক মিয়ার বিরুদ্ধে। সোমবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজল মিয়া ওই গ্রামে মৃত কাছু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সিদ্দিক মিয়ার সঙ্গে ৫৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল চাচা আজিজল ইসলামের। এরই জেরে সোমবার বেলা ১১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এরপর হঠাৎ সিদ্দিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে আজিজল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। এ সময় তাকে বাঁচাতে গেলে আহত হন আরো চারজন। গুরুতর আহত অবস্থায় আজিজল মিয়াকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সুন্দরগঞ্জ থানার ওসি মাহাবুব মিয়া জানান, সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আজিজল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।