গাউছিয়ার মিষ্টিতে মাছি, জরিমানা!
চট্টগ্রামে জিলাপি, ফিরনিসহ নানান মিষ্টান্নের জন্য ব্যাপক নামডাক গাউছিয়ার। এসব কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও থাকতে হয় ক্রেতাকে। মিষ্টান্নের জন্য প্রসিদ্ধ এই প্রতিষ্ঠানের চকবাজার আউটলেটের মিষ্টান্নে মাছির আনাগোনা পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানাও করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (২৫ জুন) জেলা প্রশাসনের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এ জরিমানা করেন। একই অভিযানে
চকবাজার এলাকার হোটেল আরাবিয়া দরবার, হোটেল ফোরস্টারকেও জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানান, চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মোট তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে নিবন্ধন লাইসেন্স না থাকায় এরাবিয়ান দরবারকে ৯ হাজার টাকা, সেবার চার্ট না থাকা, কর্মচারীদের ইউনিফর্ম না থাকা, অভিযোগ বক্স না থাকায় ৫ হাজার টাকা এবং কাঁচে ঘেরা মিষ্টান্নে মাছির আনাগোনা দেখতে পাওয়া গাউছিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।