গাজায় ইসরায়েলি বোমা হামলায় এক পরিবারের ৭ জন নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকার গাজা নগরীর একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আজ বুধবার বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় সাতজন নিহত হয়েছেন। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ এই তথ্য দিয়েছে।
অ্যাপার্টমেন্ট ভবনটি গাজা নগরীর পূর্ব দিকের জেইতুন এলাকায় অবস্থিত। ওয়াফার খবরে বলা হয়, হামলায় একটি পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আছেন স্বামী, স্ত্রী ও তাঁদের পাঁচ সন্তান।
এদিকে দক্ষিণ গাজার রাফা শহরে একটি মোটরসাইকেল নিশানা করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। হামলার ঘটনাটি ঘটেছে সালাহ আল-দিন গেট এলাকায়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার মিসর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় ৩৪ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত মানুষের ৭০ শতাংশই শিশু ও নারী।