আন্তর্জাতিক

গাজায় তিন সপ্তাহে সাড়ে তিন হাজার শিশু হত্যা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাত্র তিন সপ্তাহে ইসরায়েলি বোমা হামলায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে। ২০১৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে সংঘাতে মোট যত শিশু নিহত হয়েছে তার চেয়ে গত তিন সপ্তাহে গাজায় বেশি শিশু নিহত হয়েছে।

গতকাল রোববার (২৯ অক্টোবর) আন্তর্জতিক শিশুবিষয়ক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন এমন ভয়াবহ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সেভ দ্য চিলড্রেন বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত তিন হাজার ৩২৪ শিশু নিহত হয়েছে। আর অধিকৃত পশ্চিম তীরে ৩৬ শিশু মারা গেছে।

অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিশ্বের ২৪টি দেশে সংঘাতে মোট ২ হাজার ৯৮৫ শিশু, ২০২১ সালে ২ হাজার ৫১৫ এবং ২০২০ সালে ২২টি দেশে ২ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।

সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনের কান্ট্রি ডিরেক্টর জেসন লি বলেছেন, শিশুদের নিরাপত্তার একমাত্র উপায় হলো যুদ্ধবিরতি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই রাজনীতির চেয়ে মানুষকে গুরুত্ব দিতে হবে। প্রতিদিন বহু শিশু নিহত ও আহত হচ্ছে। শিশুদের অবশ্যই সর্বদা সুরক্ষিত রাখতে হবে, বিশেষ করে যখন তারা স্কুল ও হাসপাতালে নিরাপত্তার জন্য আশ্রয় নেয়।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। টানা বোমা হামলার মধ্যেই গত শনিবার সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d