আন্তর্জাতিক

গাজায় নিজেদের ট্যাংকের গোলায় ইসরায়েলি ৫ সৈন্য নিহত

গাজায় ইসরায়েলি ট্যাংকের গোলায় নিজেদেরই ৫ সেনা নিহত হয়েছে। গত বছরের অক্টোবরে গাজায় হামলা শুরু করার পর এটিই ইসরায়েলের সর্বশেষ আত্মঘাতী হতাহতের ঘটনা। বৃহস্পতিবার (১৭ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি’র বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার গাজার ঘনবসতিপূর্ণ একটি এলাকায় লড়াই করার সময় ট্যাংকের গোলায় এ ঘটনা ঘটে।

এ হামলার সময় আহত হন আরও অন্তত সাতজন। ইসরায়েলের সামরিক বাহিনী পরে তাদের ওয়েবসাইটে নিহত পাঁচ সেনার নাম উল্লেখ করেছে। তারা সবাই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d