আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর আহ্বান প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বিশ্ববাসীর জানানো আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গতকাল সোমবার তার মন্তব্যে বলেন, বরং গাজায় ত্রাণ সামগ্রি বিতরণের জন্য যুদ্ধ বিরতির পরামর্শ দেওয়া হচ্ছে। খবর বিবিসি

গাজায় বসবাসরত ২২ লাখ মানুষের জন্য খাবার, পানি, জ্বালানি এবং ওষুধ অপর্যাপ্ত হয়ে পড়েছে। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেও গাজায় ইসরায়েল যুদ্ধ বিরতি করতে চাইছে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির আহ্বান জানানো হলো ইসরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণ করা এবং সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করা। কিন্তু এটা হওয়ার নয়।

জন কিরবি প্রেস ব্রিফিংয়ে বলেন, মিশরের সীমান্ত দিয়ে গাজায় ত্রাণবাহী আরও অনেক ট্রাক প্রবেশ করবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল সরকারের সঙ্গে কথা বলবে। যাতে মিশর সীমান্ত দিয়ে প্রতিদিন গাজায় ১০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারে।

রোববার গাজায় নতুন করে ৪৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে। জন কিরবি বলেন, এটা পর্যাপ্ত নয়, আরও অধিক ত্রাণ প্রয়োজন।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বিবিসিকে বলেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিদিন সেখানে ৫০০ ট্রাক প্রবেশ করে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাস রকেট হামলা চালালে ১৪০০ জন নিহত হয়। জিম্মি করা হয় ২৩০ জনকে। পরে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত ৮ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d