আন্তর্জাতিক

গাজা উপত্যকায় ১৮ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরাইল

তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৮ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরাইল। নিহত হয়েছে সাড়ে আট হাজারের বেশি ফিলিস্তিনি। লাগাতার বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার অধিকাংশ অঞ্চল।

সোমবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। খবর ইরানভিত্তিক প্রেস টিভির।

এক বিবৃতিতে বলা হয়েছে, দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের ফলে প্রায় ১০ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন। ভয়াবহ ধ্বংসযজ্ঞে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

গাজার সরকারি অফিস বলছে, উপত্যকার প্রতি কিলোমিটারে এ পর্যন্ত গড়ে ৫০ টন বিস্ফোরক ফেলা হয়েছে।

এদিকে গত সপ্তাহে হামাস বলেছিল, ৭ অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইল ১২ হাজার টনের বেশি গোলাবারুদ ফেলেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে ফেলা আণবিক বোমার শক্তির চেয়ে বেশি শক্তিসম্পন্ন।

ইসরাইলের এই লাগাতার বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞকে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে।

এছাড়া, স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়ন ব্যালেরা এই অপরাধের জন্য ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইসরাইলকে ‘দখলদার’ রাষ্ট্র আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আঙ্কারা ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে ঘোষণা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d