দেশজুড়ে

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টায় বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকেরা তাদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগ দেন।

একপার্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন এ পথে চলাচলকারীরা।

মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ করেছেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d