‘গুরুত্বপূর্ণ দায়িত্ব, আমি সারপ্রাইজড’
চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় দক্ষতা অর্জন করেছেন। পেয়েছেন জনপ্রিয়তাও। এবার এই অভিনেত্রী নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। রবিবার ( ১২ মে) নতুন করে গঠন করা হলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেখানে আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের এই বোর্ড পুনর্গঠন করা হয়েছে। এই ১৫ সদস্যর মধ্যে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তার নাম রয়েছে । এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েন এই নায়িকা।
পূণিমা বলেন ‘আসলে এটা একটা নতুন দায়িত্ব। আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আগে থেকে খবরটা একদমই জানতাম না। আমি মোটেও প্রস্তুত ছিলাম না এমন সংবাদের জন্য। প্রযোজক খোরশেদ আলম খসরু ভাই আমাকে প্রজ্ঞাপনটা পাঠান। সেটা পেয়ে আমার নামটা বারবার দেখছিলাম।
ভুলে লিখেছে কি না সেটাও ভাবনায় ছিল। তাই দেখে বারবার নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম। এটা কিভাবে সম্ভব হলো? কারণ বিষয়টি নিয়ে আমার সঙ্গে কখনো কারো আলোচনাও হয়নি। সেন্সর বোর্ড বা মন্ত্রণালয় থেকে যারা আমার কথা ভেবেছেন তাদের ধন্যবাদ জানাই। এটা আমার জন্য একটা বড় সারপ্রাইজ।
এমন কম বয়সেই এমন একটা দায়িত্ব পাওয়া নিয়ে পূণিমা বলেন, ‘ এটা তো আমি বলতে পারব না। কারণ যারা আমাকে নির্বাচন করেছেন তারা বলতে পারবেন। তবে আমার মনে হয়, আমি ২৬ বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে আছি, এই ২৬ বছরের ছবিতে কাজ করার অভিজ্ঞতা বা অনুভূতি সেসব দিক তারা বিবেচনায় নিয়েছেন। তা ছাড়া এত দিনের ক্যারিয়ারে সেন্সর বোর্ড সম্পর্কে একটা ধারণা তো আছেই। একটা সময় আমার নতুন ছবি এলে অপেক্ষায় থাকতাম যে আনকাট সেন্সর পেয়েছে কি না। এখন নিজেই সেন্সর বোর্ডে বসব অন্যদের আনকাট সেন্সর দেওয়ার জন্য। বলতে পারেন আমার ক্যারিয়ারে নতুন কিছু যুক্ত হলো।
গত ঈদের সিনেমার প্রচারণার বিষয়ে পূণিমার ভাস্য, এবারের ঈদে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ ছবিটি মুক্তি পেয়েছিল। এত দিন পরে আমার একটা সিনেমা মুক্তি পাচ্ছে; কিন্তু সেভাবে আলোচনায় এলো না। এটা আমার জন্য খারাপ লাগার। এমনকি আমি জানতামও যে এটা ঈদে রিলিজ দেবে। জানলে হয়তো মানা করতাম। আর ওই সময় আমি দেশের বাইরে ছিলাম। তাই প্রচারণারও সুযোগ পাইনি।
নতুন কাজ নিয়ে এই নায়কা বলেন, ‘আপাতত বলার মতো নতুন তেমন কিছু নেই। তবে একটা কথা বলতে চাই, অনেকেই মনে করেন আমি হয়তো কাজ করছি না। সেদিন একজন বলল, অনেকে নাকি আবার যোগাযোগ করতেও ভয় পান। কিন্তু ভাই, আমি কাজ করতে চাই। আমি যেহেতু একজন অভিনেত্রী তাই সবার আগে কাজটাকে গুরুত্ব দেব। ’