গোসলে পুরনো লুঙ্গি দেওয়ায় স্ত্রীকে গলা টিপে মারল স্বামী
গোসল করতে যাওয়ার আগে স্ত্রীর কাছে লুঙ্গি চেয়েছিলেন। স্ত্রী আলমারি থেকে একটি পুরোনো লুঙ্গি বের করে দেন। নতুন লুঙ্গি না দিয়ে পুরোনো লুঙ্গি কেন দেওয়া হলো, তা নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে গলা টিপে খুন করেন স্বামী।
আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এ ঘটনা ঘটেছে। ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
নিহত নারীর নাম রিনা আকতার (৩৩)। তিনি উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের খন্দকীয়া পাড়ার বদিউল আলমের (৪০) স্ত্রী। লুঙ্গি নিয়ে ঝগড়ার একপর্যায়ে রিনা আক্তার খুন হওয়ার বিষয়টি চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য তোফায়েল আহমদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন লুঙ্গি রেখে পুরোনো লুঙ্গি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রথমে রিনা আক্তারকে মারধর করেন তাঁর স্বামী বদিউল। একপর্যায়ে তাঁকে শোবার কক্ষে নিয়ে গিয়ে খাটের ওপর ফেলে গলা টিপে হত্যা করা হয়।
নিহত রিনা আকতারের স্বজনেরা জানান, বদিউল আলম পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। তিনি রাগী প্রকৃতির মানুষ। তিনি রিনা আক্তারের আগে আরও দুটি বিয়ে করেন। তাঁর নির্যাতন সইতে না পেরে আগের দুই স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। নিহত রিনার পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলাটিতে বদিউলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।