গ্রহণযোগ্য ভোটের সব চেষ্টা কমিশন করে যাচ্ছে: সিইসি
শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নির্বাচন কমিশনও গ্রহণযোগ্য ভোটের সব চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, সংবিধান অনুয়ায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই রাজনৈতিক বিভাজন নিয়ে ইসির তেমন কিছু করার নেই।
এর আগে, ইসির সাথে বৈঠকে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কয়েক দেশের দূতাবাসের রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।