চট্টগ্রাম

গ্রিল কেটে স্বর্ণ-টাকা চুরি, গ্রেপ্তার ১

চট্টগ্রামের কোতোয়ালী থানার জলিলগঞ্জ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার একটি ঘরের জানালার গ্রিল কেটে স্বর্ণ, টাকা, শাড়ি ও চুরির মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরির ৬ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) পটিয়া থানার জিরি ফকিরা মসজিদ বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই চোরের নাম মো. বাবলু প্রকাশ বাবলু (৩০)। তিনি নোয়াখালী জেলার সোনাগাজী থানার মৃত নাদু মিয়ার ছেলে। পটিয়ায় তিনি ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি দুপুর থেকে পরদিন সন্ধ্যা নাগাদ যেকোনো একসময় জলিলগঞ্জ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার খোকন বাবুর বিল্ডিংয়ের ৭ম তলার বাসার রান্নাঘরের গ্রিল কেটে বাসায় প্রবেশ করে বাবলু এবং শাহীন। এরপর দুজন মিলে বাসায় থাকা আলমারি ভেঙে ১৫ ভরি ওজনের স্বর্ণ, নগদ এক লাখ ৩৭ হাজার টাকা এবং দেড় লাখ টাকার শাড়িসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, আসামিকে গ্রেপ্তারের পর জানতে পেরেছি, তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় আরও পাঁচটি চুরির মামলা আছে। তার সাথে থাকা আরেকজন ইতোমধ্যে সদরঘাট থানার আরেকটি চুরির মামলায় গ্রেপ্তার আছে। চুরি যাওয়া ১৫ ভরির স্বর্ণের মধ্যে আমরা ৬ ভরি ৬ আনা উদ্ধার করতে পেরেছি। এগুলোও সে বিভিন্ন জুয়েলার্সে বিক্রি করেছিলো।

তিনি আরও জানান, চুরি যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d