চট্টগ্রামপটিয়ারাজনীতি

ঘরে ঘরে সেবা করার প্রতিশ্রুতি ইসলামী ফ্রন্ট প্রার্থীর

নির্বাচিত হলে ঘরে ঘরে সেবা করার প্রতিশ্রতি দিয়েছেন ইসলামী ফ্রন্টের প্রার্থী এম এ মতিন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পটিয়া কোলাগাঁও ইউনিয়নের পূর্ব কোলাগাঁও, বাণীগ্রাম, দিঘির পার, বাদামতল, লাখেরার টেক সহ বিভিন্ন গ্রামে গণসংযোগে গিয়ে ভোটারদের তিনি এ প্রতিশ্রুতি দেন।

সংক্ষিপ্ত এক পথসভায় এম এ মতিন বলেন, সামাজিক সম্প্রীতির বন্ধনে একটি আলোকিত সমাজ গঠনে, উন্নয়নে যা যা করা দরকার নির্বাচিত হলে সব পদক্ষেপ নেব। ইয়াবা ,মাদককারবারী, কিশোর গ্যাং, সন্ত্রাস নির্মূলে করবো। ঘরে ঘরে সরকারি সেবা পৌঁছে দেব।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা নেতা ছৈয়্যদ এয়ার মুহাম্মদ পেয়ারু, মজলিশে শুরা সদস্য মুহাম্মদ হারুনুর রশীদ, মুহাম্মদ মফিজুর রহমান, মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, সাবের আহমদ, মুহাম্মদ নুরুল ইসলাম শাকিল, শাহাব উদ্দিন, যুবনেতা মুহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী, মুহাম্মদ ইমরান, ছাত্রনেতা মুহাম্মদ জুনাইদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d