ঘূর্ণিঝড় ‘মিধিলি’: চাঁদপুর থেকে সব রুটে নৌযান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জসহ সবরুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে চাঁদপুর নৌবন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নারায়ণগঞ্জগামী ছোট লঞ্চ বন্ধ রাখা হয়। পরবর্তীতে পরিস্থিতি অবনতি হলে ঢাকাসহ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। চাঁদপুর নদী বন্দর থেকে ৩ নম্বর নৌ বিপৎসংকেত দেখানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শামসুল আলম গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে মাঝারি থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে রাত থেকে মাঝারি ও ভারী বর্ষণ শুরু হওয়ায় ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত চাঁদপুরে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।