চট্টগ্রাম

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির আভাস

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় বইতে পারে দমকা অথবা ঝড়ো হাওয়া। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগেরও দু’এক জায়গায় বৃষ্টির আভাস রয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। এই মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া ও যশোরের ওপর দিয়ে আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d