চট্টগ্রামস্বাস্থ্য

চট্টগ্রামেই মিলছে রক্তরোগের সফল চিকিৎসা

ব্লাড ক্যান্সার থেকে শুরু করে রক্তরোগের সফল চিকিৎসা বর্তমানে দেশেই হচ্ছে। তারমধ্যে সুখবর হচ্ছে- চট্টগ্রামেও মিলছে এ রোগের চিকিৎসা সেবা।

রক্তের ক্যান্সারের মতো অন্যান্য জটিল রক্ত রোগের সফল চিকিৎসাও হচ্ছে চট্টগ্রামে। সরকারিভাবে এ চিকিৎসা সেবায় অনন্য অবদান রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রক্তরোগ বিভাগের। যদিও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতি ও জনবল সংকট দূর হলে রক্তরোগের শতভাগ চিকিৎসা সম্ভব হবে চট্টগ্রামেই।

গতকাল (রবিবার) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হেমাটোলজি বাংলাদেশের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রক্তের ক্যান্সার থেকে সুস্থ হওয়া রোগীদের নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন চিকিৎসকরা। চমেক হাসপাতালের হেমাটোলজি (রক্ত ও রক্তরোগ) বিভাগ এ সেমিনারের আয়োজন করে। যাতে প্রায় ৩০ জন রক্ত ক্যান্সার থেকে সুস্থ হওয়া রোগী অংশ গ্রহণ করেন। চমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল

এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান। বিশেষ অতিথি ছিলেন চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ার উল হক শামীম ও হেমাটোলজি বিভাগের সাবেক অধ্যাপক ডা. শাহেদ আহমদ চৌধুরী। বক্তারা বলেন, শুধুমাত্র বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট ছাড়া রক্তরোগের সকল চিকিৎসা সেবা মিলছে চমেক হাসপাতালের রক্তরোগ বিভাগে।

ইতোমধ্যে এ বিভাগেই চিকিৎসা নিয়ে প্রায় ৩০ জন রক্ত ক্যান্সারে আক্রান্ত রোগী সুস্থ আছেন। যা বড় অর্জন। তবে বিভাগের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে শতভাগ সেবা প্রদান করা যাবে। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম শুরু করা গেলে রোগীদের ঢাকা কিংবা বিদেশে আর পাড়ি দিতে হবে না। চট্টগ্রামেই রক্তরোগের সকল চিকিৎসা নিশ্চিত করা যাবে। এ জন্য সংশ্লিষ্টদের সুনজর প্রয়োজন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের হেমাটোলজি বিভাগের এসোসিয়েট কনসালটেন্ট ডা. শামীম আরা, চমেক হাসপাতালের হেমাটোলজি বিভাগের রেজিস্টার ডা. সৌরভ বিশ্বাস, সহকারী রেজিস্টার ডা. আশেকুল ওয়াহ্হাব চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d