চট্টগ্রাম

চট্টগ্রামের ১৫ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ, দায়িত্বে ইউএনওরা

স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের জেলার ১৫ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করেছে। চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন। রবিবার (১৮ আগস্ট) রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঙ) এর উপধারা (১) প্রয়োগ করে উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসারদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্ব স্ব উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

আরো বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসাররা উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন এবং আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন। প্রশাসক পদে উপজেলা নির্বাহী অফিসার বিধি মোতাবেক দায়িত্ব ভাতা পাবেন। দায়িত্ব ভাতার অতিরিক্ত কোন ভাতা ও সুবিধা পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d