চট্টগ্রাম

চট্টগ্রামে অবরোধে চলছে গাড়ি, মোড়ে মোড়ে যানজট

বিএনপি-জামায়াতের অবরোধে তেমন প্রভাব পড়েনি চট্টগ্রামে। মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল না করলেও নগরের অভ্যন্তরীণ সড়কগুলোতে প্রতিদিনের মতো স্বাভাবিক যানচলাচল করছে। আগ্রাবদ, মুরাদপুর, সিইপিজেড, বহদ্দরহাট, ষোলশহর, চকবাজার, নিউমার্কেট মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় যানজট দেখা গেছে। উপজেলাগুলোতে গণপরিবহন স্বাভাবিকভাবেই চলাচল করছে।

সকাল ৮ টায় বহদ্দারহাট থেকে সিটি সার্ভিসের বাসে করে ইপিজেড যাচ্ছিল ব্যাংক কর্মকর্তা জাহেদ আল আমিন। তিনি জানান, চান্দগাঁও থানার মোহরা থেকে টেম্পুতে করে বহদ্দারহাট এসে বাসে চেপে ইপিজেড পৌঁছে।

বাকলিয়া থেকে চকবাজর এলাকায় মেয়েকে নিয়ে স্কুলে এসেছেন রেশমী আকতার। তিনি জানান, সিটি বাসে করে তিনি চকবাজারে এসেছেন। অবরোধের কারণে ভাড়া একটু বেশি।

উপজেলাগুলোর টার্মিনাল থেকে চট্টগ্রাম নগরে প্রচুর মিনিবাস, হিউম্যান হলার স্বাভাবিক চলাচল করতে দেখা যায়। এছাড়া পুলিশি নিরাপত্তার মধ্যে চলছে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ড ভ্যানও।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বলেন, অভ্যন্তরীণ রুটের গাড়ি চললেও নিরাপত্তার শঙ্কায় চলছে না দূরপাল্লার বাস। আজ মঙ্গলবার সকালে ও গতকাল রাতেও কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যার কারণে শঙ্কায় রয়েছে বাস মালিকেরা।

চট্টগ্রাম থেকে ঢাকা, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লাসহ দেশের ১১৭টি রুটে নিয়মিত যানবাহন ছাড়ে। এর মধ্যে ৭-৮টি রুটে যানবাহনের সংখ্যা বেশি। নগরের বিআরটিসি বাস টার্মিনাল, শুভপুর বাস স্ট্যান্ড, কদমতলী বাস স্ট্যান্ড, তৃতীয় কর্ণফুলী সেতু এলাকা, একে খান মোড়, অলংকার, বহদ্দারহাট বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা থেকে এসব যানবাহন ছেড়েছে স্বাভাবিক নিয়মে। তবে অবরোধের কারণে অনেকেই ভয়ে গাড়ি নিয়ে রাস্তায় নামেনি।

এদিকে অবরোধের মধ্যেও যেসব প্রতিষ্ঠান তাদের পণ্য পরিবহনে পুলিশের সহায়তা চাইছে তাদের পণ্য পুলিশ পাহারায় পৌঁছে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে পণ্যবোঝাই পরিবহন সবচেয়ে বেশি চলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে।

নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সড়কে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d