চট্টগ্রাম

চট্টগ্রামে আত্মগোপন, ১৬ বছর পর গ্রেপ্তার খুনের আসামি

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ইব্রাহিম খলিল নামে ওই আসামি ১৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম এ তথ্য জানান।

গ্রেপ্তার ইব্রাহিম খলিল (৩৮) নোয়াখালী জেলার সুধারাম থানার দৌলতপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

র‍্যাব কর্মকর্তা শরীফ-উল-আলম জানিয়েছেন, ২০০৮ সালে পরিকল্পিতভাবে এক ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন গ্রেপ্তার খলিল। মামলার পর তিনি গ্রেপ্তার এড়াতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘ ১৬ বছর তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, গত ১১ জুন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর একটি টিম যৌথ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d