চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনে স্বস্তি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে বিভিন্ন রুটে চলাচলকারী ‘ঈদ স্পেশাল ট্রেন’ চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাচ্ছে। আগে থেকে ট্রেনযাত্রায় অন্যান্য সময়ের চেয়ে ভিড় হবে মনে করা হলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রথম দিনে যাত্রী সংখ্যা স্বাভাবিক। তবে দুপুর গড়াতেই এক পশলা ঝুম বৃষ্টি কিছুটা ভোগান্তি বাড়ালেও ঘরে ফেরার আনন্দের কাছে সব ম্লান যাত্রীদের কাছে।

বুধবার (১২ জুন) সকাল থেকে শুরু হয় ট্রেনে ঈদযাত্রা।

ঈদের আগে ঘরের ছাউনি ঠিক করতে হবে টাঙ্গাইল‌ নিবাসী ইকবাল হোসেনের। সারতে হবে ঘরের আরও খুঁটিনাটি কাজ। সব শেষ করতে কমপক্ষে তিনদিন সময় লাগবে। তাই ঈদুল আজহায় সরকারি ছুটি শুরুর আগে মহানগর গোধূলিতে চড়ে নিজবাড়িতে ছুটছেন তিনি। সফরসঙ্গী হিসেবে আছে তিন বছরের কন্যা ও স্ত্রী।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান বলেন, ‘অন্য সময়ের মতো ঈদযাত্রার প্রথম দিনে যাত্রী সংখ্যা স্বাভাবিক। ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের আসন প্রায় খালি ছিল। আগামী দুদিন পর যাত্রী সংখ্যা বাড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d