চট্টগ্রাম

চট্টগ্রামে এক টন পচা চা, ১৩ ব্রান্ডের নকল প্যাকেট জব্দ

চট্টগ্রামে নামে-বেনামে নকল ব্রান্ডের চা ব্যবসা বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক টন দুর্গন্ধযুক্ত পচা চা এবং ১৩টি ব্রান্ডের নকল চা’র বিপুল পরিমাণ প্যাকেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) নগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় নিউ আলিফ এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ী অনুমোদনহীন নকল ব্রান্ডের মেয়াদোত্তীর্ণ পচা চা’র ব্যবসা করছে। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। চা ব্যবসার এসব অনিয়ম ও প্রতারণা বন্ধে ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং ফটোগ্রাফার আকিব মর্তুজা অভিযানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d