চট্টগ্রামে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব
চট্টগ্রামে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন মো. রেজাউল করিম (২৪), মো. ফজল করিম (২১), মো. ফরহাদ (১৮) এবং মো. মমিন উদ্দিন (২৩)। তারা সকলেই জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার বাসিন্দা।
এসময় তাদের কাছ থেকে ৩টি ধারালো ছুরি, দুই বোতল বিদেশি মদ, এক কেজি গাঁজা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব৭।
র্যাব জানায়, তারা সংঘবদ্ধ একটি চক্র। চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিত। পাশাপাশি তারা মাদক কেনাবেচাও করতো। তাদের জোরারগঞ্জ থানায় পাঠানো হয়েছে বলে জানায় র্যাব।