চট্টগ্রাম

চট্টগ্রামে বন্যায় ৪ জনের মৃত্যু, পানিবন্দী ২ লাখ ৬২ হাজার মানুষ

চট্টগ্রামে বন্যায় তিন উপজেলায় চার জনের মৃত্যু হয়েছে। এখনও পানিবন্দী অবস্থায় আছেন ১০টি উপজেলার দুই লাখ ৬২ হাজার ৪০০ জন মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা দেওয়া হলেও সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত লোকজন।

মৃতদের মধ্যে ফটিকছড়ি উপজেলায় দুজন, হাটহাজারীতে একজন এবং রাঙ্গুনিয়ায় একজন রয়েছেন। এর মধ্যে হাটহাজারীতে বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু হলেও বাকিদের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামের ১০ উপজেলায় দুই লাখ ৬২ হাজার ৪০০ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের মধ্যে ফটিকছড়িতে ২০টি ইউনিয়নে ১৯ হাজার ৫৮০ পরিবারের এক লাখ দুই হাজার মানুষ রয়েছেন। একইভাবে মীরসরাই উপজেলার ১২টি ইউনিয়নের ১২ হাজার পরিবারের ৪৮ হাজার ৫০০, সীতাকুণ্ডের ছয়টি ইউনিয়নের পাঁচ হাজার পরিবারের ২০ হাজার, হাটহাজারীতে ১২০টি পরিবারের দুই হাজার ৮০০, কর্ণফুলীতে পাঁচটি ইউনিয়নের ১০০টি পরিবারের ৫০০, পটিয়ায় ১৭টি ইউনিয়নের ছয় হাজার ৯৪৬টি পরিবারের ২০ হাজার, বোয়ালখালীতে তিনটি ইউনিয়নে ১০০ পরিবারের ৭০০, বাঁশখালীর আটটি ইউনিয়নের এক হাজার ৭৫০টি পরিবারের আট হাজার ৭৫০, রাউজানের ১৩টি ইউনিয়নের ৩২০টি পরিবারের এক হাজার ৬০০ জন এবং লোহাগাড়ায় এক ইউনিয়নের ৩০ পরিবারের ১৫০ জন পানিবন্দী অবস্থায় আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d