চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সম্মিলিত উদ্যোগে আজ চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকায় কাঁচাবাজারে অভিযান চালানো হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় কাঁচামরিচের পাইকারি মূল্য ৩০০ টাকা এবং খুচরা মূল্য ৩৫০-৪০০ টাকা পর্যবেক্ষণ করা হয়। অন্যান্য সবজির যোগান ও মজুদ সন্তোষজনক বলে জানা গেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।