চট্টগ্রামে মামা গ্রুপের লিডারসহ ৭ জন গ্রেপ্তার
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং মামা গ্রুপের প্রধানসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর র্যাবের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার সাতজন হলেন, মামা গ্রুপের প্রধান মো. সিফাত হোসেন (২৬), মো. কামরুল ইসলাম (৩৪), মো. মনির হোসেন (৩৭), মো. সোহেল (২৫), মো. কাওসার (২৩), মনির হোসেন (২৪) ও মো. লালু ওরফে সোহেল (২০)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো নূরুল আবছার বলেন, গোপন সংবাদে জানা গেছে, ঈদকে কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে বায়েজিদ বোস্তামী থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি স্টিলের চাপাতি, একটি ফোল্ডিং টিপছুরি এবং দুটি স্টিলের ক্ষুর জব্দ করা হয়। তাদেরকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।