চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে আবুল কাশেম নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে, কোন ধারায় তাকে সাজা দেওয়া হয়েছে তা জানা যায়নি।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাসেম কোতোয়ালি থানার লালদীঘি এলাকার মৃত সবুজ মিয়ার ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, কাসেম নামের ওই যুবকের পাহাড়তলী থানার ২০১৪ সালের এক মামলায় আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে অক্সিজেন এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।