চট্টগ্রামে সিইসির সঙ্গে প্রার্থীদের বৈঠক
চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এ সময় বিভিন্ন প্রার্থী একে অপরের বিপক্ষে অভিযোগ তুলে ধরেন সিইসির কাছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরের এলজিইডি ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইসি নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি অনুরোধ করেন।
এ সময় প্রার্থীরাও একে অপরের বিপক্ষে অভিযোগ তুলে ধরেন সিইসির কাছে। প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দেন। প্রার্থীদের উদ্দেশে নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান জানান এবং তাদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষ বরাবর দেওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন কোন প্রকার অবধৈ হস্তক্ষেপ, কোনো রাজনৈতিক দলের দমন নিপীড়নসহ যেকোন প্রকার অযাচিত কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, রিটার্নিং কর্মকর্তা (মেট্রো) ও বিভাগীয় কমিশন তোফায়েল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা (জেলা) জেলা প্রশাসক আবুর বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা প্রমুখ।