চট্টগ্রামরাজনীতি

চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বে আ’লীগের ৮ নেতা

দলীয় প্রার্থী ঘোষণার এক দিন না যেতেই চট্টগ্রামে নৌকা না পাওয়া আওয়ামী লীগের আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তাদের পাশাপাশি দলের মনোনয়ন পাওয়া ৯ জনও আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়পত্র নিয়েছেন।এদিন চট্টগ্রামের ১৬টি আসনে মোট ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এদিন। রুহেল বলেন, দলীয় সভানেত্রীর আমার উপর আস্থা রেখে আমাকে দলের মনোনয়ন দিয়েছেন। সেই আস্থার প্রতিদান দিতে আমি কাজ করব। যুব সমাজকে সাথে নিয়ে গত ১৫ বছর ধরে পরিবেশ সুরক্ষা ও মাদকবিরোধী কাজ করে চলেছি।”

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দলের মনোনয়ন পাওয়া খাদিজাতুল আনোয়ার সনিও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বর্তমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন নিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আবদুস সালাম (এম এ সালাম)। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের আওয়ামী লীগের প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী। তার পক্ষে মনোনয়নপত্র নেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র সমীর দাশ গুপ্ত ও সংসদ সদস্যের একান্ত সহকারী সুমন দে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তার পক্ষে ব্যক্তিগত সহকারী এমরুল করিম রাশেদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে মনোনয়নপত্র নেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটির সদস্য সেলিম আকতার চৌধুরী ও একান্ত ব্যতিগত সচিব রাহুল দাশ।

এসময় সেলিম আকতার বলেন, “দলের সভাপতি শেখ হাসিনা আস্থা ও বিশ্বাস রেখে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে টানা দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন। নেতা-কর্মীরা আবার নওফেলকে জয়ী করে সে আস্থা ও বিশ্বাসের প্রতিদান দেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d