চট্টগ্রামে হালকা বৃষ্টির আভাস
চট্টগ্রামে গতকাল শুক্রবার দিনভর কোনো বৃষ্টি হয়নি। এতে নিচু এলাকার পানি নামতে থাকে। তবে আজ চট্টগ্রামের অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এসময় চট্টগ্রামে আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসময় চট্টগ্রামে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৩ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ৩টা ২৯ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১০টা ২৩১ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৩টা ৪৯ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১০টা ৪১ মিনিটে।