চট্টগ্রামে ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে ১৭ কেজি গাঁজাসহ ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলো- ফেনীর পরশুরাম পৌরসদরের বিলোনিয়া এলাকার মৃত শফিক ভূঁইয়ার ছেলে মো. সাফায়েত হোসেন (১৯), একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে বেলাল হোসেন (২৫) ও লক্ষ্মীপুর জেলার কমলনগর তানার চর লরেন্স এলাকার আব্দুল হামিদের ছেলে মো. তারেক (২২)।
শুক্রবার (২২ মাচ) বিকেলে ও রাতে আকবরশাহ্ থানাধীন সিটিগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এরশাদ উল্লাহ। তিনি জানান, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লোকাল বাস থামিয়ে অভিযান চালানো হয়। এ সময় বাস থেকে নেমে দুই যাত্রী দৌড়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে বাসের বক্সে রাখা তাদের দুটি বস্তার ভেতর থেকে ১৫ কেজি গাাঁজা উদ্ধার করা হয়। এছাড়া দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একই এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাস থেকে একব্যক্তি দৌড়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাঁধে থাকা একটি ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।