চট্টগ্রাম

চট্টগ্রামে ৬ থানায় হামলার মামলায় আসামি ১ লাখ ১৫ হাজার জন

গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম মহানগরের ৬টি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১ লাখ ১৫ হাজার ৪শ’ জনকে আসামি করে ৬টি পৃথক মামলা রেকর্ড করা হয়েছে।

সিএমপির ১৬টি থানার মধ্যে ৮টিতে হামলার ঘটনা ঘটে। এসব থানায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ফলে পুলিশের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পত্তি নষ্ট হয়েছে। কোতোয়ালী, সদরঘাট, পাহাড়তলী, আকবর শাহ, ইপিজেড এবং পতেঙ্গা থানায় এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর হাজার হাজার বিক্ষুদ্ধ মানুষ থানাগুলোতে চড়াও হয়ে দেশীয় অস্ত্র, লোহার রড, পেট্রোল বোমা ও ককটেল নিয়ে হামলা চালিয়েছিল। এতে পুলিশ সদস্যরা আহত হওয়ার পাশাপাশি থানার গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট হয়ে যায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি–মিডিয়া) কাজী তারেক আজিজ ৬টি থানা পুলিশের মামলা রুজুর কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ডবলমুরিং এবং হালিশহর থানার দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এসব মামলায় ১৮৬০ সালের পেনাল কোড আইনের বিভিন্ন ধারা এবং বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d