চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কাশেম ওরফে জামাই কাশেম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাতে কারাগারে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক সরোয়ার রেজা বলেন, আবুল কাশেম আগে থেকেই হৃদরোগসহ নানান রোগে ভুগছিলেন। সোমবার রাত ৩টায় হৃদরোগে আক্রান্ত হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৯ জুন নগরীর বায়েজদী থানাধীন বালুছড়া এলাকায় খুন হন শিবির ক্যাডার সাইফুলসহ তিন জন। এ মামলার অভিযোগ প্রমাণ হওয়ায় আবুল কাশেমসহ দুই জনকে গত ১৮ এপ্রিল মৃত্যুদন্ড দেয় আদালত। মামলার রায় ঘোষণার পর থেকেই কারাগারে ছিলেন আবুল কাশেম।