চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন সার্ভিস বাড়লো, যাত্রীদের স্বস্তি
চট্টগ্রাম-নাজিরহাট রুটে ট্রেন সার্ভিস বাড়ানোর দাবিতে দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে সুখবর এলো যাত্রীদের জন্য। রেলওয়ে কর্তৃপক্ষ এখন থেকে এ রুটে দুই জোড়া ট্রেন চার ট্রিপে চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, নতুন সূচি অনুযায়ী একটি ট্রেন প্রথমে সকাল ৬টায় নাজিরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম পৌঁছাবে। এরপর সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম থেকে আবার নাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ১০টা ২০ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।
নাজিরহাট থেকে পুনরায় সকাল ১০টা ৪০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর বিকাল ৫টা ৪৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম থেকে নাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নাজিরহাট পৌঁছাবে।
এর আগে নাজিরহাট কমিউটার ট্রেন চট্টগ্রাম-নাজিরহাট রুটে মাত্র একবার যাতায়াত করতো। নতুন সূচি অনুযায়ী রবিবার থেকে এটি চার ট্রিপে আসা-যাওয়া করবে।
যার কারণে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন বলে আশা করছেন নাজিরহাট ট্রেন যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মো. শওকত হাসান চৌধুরী।