চট্টগ্রামস্বাস্থ্য

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা প্রদান

চট্টগ্রামের অসহায় ও অসচ্ছল শিশু-যুবদের প্রতিষ্ঠান ‘অপরাজেয় বাংলা’ সংগঠনের প্রতিষ্ঠানে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। এছাড়া কিছু খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

বিগত ৩ বছর ধরে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনস্বাস্হ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া সমাজের অসচ্ছল ও অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের বিভিন্ন স্থানে নিয়মিত স্বাস্থ্যক্যাম্প পরিচালনা করছেন।

ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালে করোনা মহামারীতে করোনা রোগীদের সেবার জন্য ১৪ দিনে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল করে সাধারণ মানুষের সেবক হিসেবে পরিচিত লাভ করেছেন।

অপরাজেয় বাংলার জিনাত আরা বেগম চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কাজের প্রশংসা করেন। এদিন প্রায় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বিএসআরএম এর সার্বিক পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. সামিউল, ডা. মোতাহের শাওন, অজয় কর, ফয়সাল, বাবলা প্রমিত, ইমতিয়াজ, জয়, মিঠু , শামীম, অন্তল ও অন্তিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d