চট্টগ্রাম বন্দরে এলার্ট-৩, সরিয়ে নেওয়া হয়েছে ২২ জাহাজ
ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরে নিজস্ব অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষ এ সতর্কতা সংকেত জারি করে।
এর প্রেক্ষিতে বন্দর জেটি থেকে ২২টি বড় জাহাজকে গভীর সমুদ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট লাইটারেজ জাহাজগুলোকে কর্ণফুলীতে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় মিধিলির সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় চট্টগ্রাম বন্দরে নিজস্ব অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। এছাড়া আবহাওয়া দফতর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ফলে বন্দও ও আশপাশে থাকা জাহাজগুলো নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। পরবর্তী কর্মপন্থা নির্ধারণে বন্দর ভবনে জরুরি সভা চলছে।