চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও শরীফ উল্যাহ
লোহাগাড়া উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখল হওয়া সরকারি জায়গা পুনরুদ্ধার, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানসহ দাফতরিক সকল কাজ দক্ষতার সঙ্গে পালন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।
সেইসঙ্গে উপজেলার তৃণমূল শিক্ষার্থীদের মানোন্নয়নেও নিয়মিত কাজ করছেন তিনি।
ক্লাস নিয়েছেন উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। এই অনন্য অবদানের জন্য চট্টগ্রাম বিভাগের ১০৪টি উপজেলার মধ্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোহাগাড়া উপজেলায় ২০২২ সালের ১২ মে ইউএনও হিসেবে যোগদান করেন শরীফ উল্যাহ। এরপর থেকে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষার প্রসার ও মানোন্নয়নে দুর্গম পাহাড়ি এলাকাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।