চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৪ জানুয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ জানুয়ারি থেকে।

এদিন দুপুর ১২ টা থেকে চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরীক্ষা হবে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ৫০ টাকা বাড়িয়ে এবার আবেদন ফি রাখা হয়েছে ১ হাজার টাকা। রাতে ডিনদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করতে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার বিষয়ে আমরা মতামত দিয়েছি। সবার সিদ্ধান্তক্রমে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মার্চের ২ তারিখে ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ। পরে ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট এবং ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এছাড়া ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ, ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d