চট্টগ্রাম-১৫ : ‘ঈগল’ নিয়ে লড়বেন এম এ মোতালেব
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি ‘ঈগল’ প্রতীক পেয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এম এ মোতালেবের চাওয়া অনুযায়ী এ প্রতীক বরাদ্দ দেন।
এই আসনটিতে নৌকা প্রতীকে লড়বেন বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, জাতীয় পার্টির মো. ছালেম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আলী হোসাইন, কল্যাণ পার্টির সোলায়মান কাশেমী, ইসলামী ঐক্যজোটের মো. হারুণ ও মুক্তিজোটের মো. জসিম উদ্দিন।
জানা যায়, ২০১৪ সালে প্রথমবারের মতো সাতকানিয়া-লোহাগাড়া আসনে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী আওয়ামী লীগের নৌকার টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০১৮ সালেও ফের দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন তিনি। আবারও টানা তৃতীয় বারের মত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের দিন আজ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।