চন্দনাইশে বেড়েছে গরু চুরি, উপজেলায় আতঙ্ক
চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়ায় একরাতে তিনটি গরু চুরি হয়ে গেছে। মঙ্গলবার (০১ মে) গভীর রাতে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কাঞ্চনপাড়া দীঘির পাড় নতুন বাড়ি মো. কামালের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এর আগে, গত ২৫ এপ্রিল রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ ওবাইদুর রহমানের বাড়ি থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের চারটি গরু চুরি হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গাছবাড়িয়া কাঞ্চন পাড়া দীঘির পাড় এলাকার নতুন বাড়ির মো. কামালের গোয়াল ঘরে হানা দেয় চোরের দল। এসময় রান্নাঘরের দরজার শিকল কেটে গোয়ালঘরে ঢুকে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার দামের ৩টি গরু চুরি করে নিয়ে যায়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর এম লোকমান হাকিম।
চন্দনাইশ থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই আবদুল হাকিম জানান, গরু চুরির ব্যাপারে একটা অভিযোগ দায়ের করা হয়েছে।