চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়কারীকে হত্যার হুমকি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
রোববার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাফির বাবার মোবাইলফোনে এই হুমকি দেওয়া হয়। হুমকিদাতা বলেছেন, ‘আপনার ছেলে কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ালে তাঁর লাশ পাবেন।’
 
কোটাবিরোধী আন্দোলনের এই সমন্বয়কারী খান তালাত মাহমুদ রাফি চবির নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। শুরু থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত।
 
ঘটনার বর্ণনা দিয়ে রাফি বলেন, ‘রাত ১০টা ২৫ মিনিটের দিকে একটি মুঠোফোন নম্বর থেকে আমার বাবাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে। ওই হুমকিদাতা আমর বাবাকে বলেছেন, আপনার ছেলে যদি কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ায়, তাহলে তার ক্ষতি হবে। তার লাশ পাবেন।’
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম বলেন, ‘এ বিষয়ে সকালে প্রক্টর অফিস বরাবর একটি অভিযোগ এসেছে। বিষয়টি যেহেতু ফৌজদারি অপরাধ, তাই আমরা তাদেরকে বলেছি থানায় গিয়ে দ্রুত একটি জিডি করতে। থানাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d