চট্টগ্রাম

চবিতে গাঁজা সেবন করতে এসে ঢাবি শিক্ষার্থী আটক

ক্যাম্পাসে অভিযান চালিয়ে গাঁজাসহ প্রায় ৩০ জনকে আটক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রক্টরিয়াল বডি। এসময় বহিরাগতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীও আটক হন।

পাশাপাশি বহিরাগতদের মোটরসাইকেলের চাবি ও আইডি কার্ড জব্দ করা হয়।

শনিবার (৬ জুলাই) দিনব্যাপী অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র।

প্রক্টরিয়াল বডি সূত্রে গেছে, ক্যাম্পাসের বায়োলজিক্যাল পুকুর পাড়, সমাজবিজ্ঞান ঝুপড়ি, উন্মুক্ত মঞ্চ, বোটানিক্যাল পুকুর পাড় ও অতীশ দিপঙ্কর হল এলাকাসহ বিভিন্ন জায়গায় অবস্থানরত প্রায় ১০টি মাদকসেবনকারী গ্রুপ থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন মিত্র বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে আমরা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। গোপন তথ্যের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে মাদক সেবনকারী প্রায় ৮-১০টা গ্রুপকে হাতেনাতে ধরতে সক্ষম হই। এসময় ক্যাম্পাসের শিক্ষার্থী ও বহিরাগত মিলিয়ে প্রায় ৩০ জনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করেছি।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীর কাছে মাদক পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আমরা একাডেমিক শাস্তির দিকে যাব। আর যারা বহিরাগত তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d