চট্টগ্রাম

চবিতে প্রেজেন্টেশন প্রো’র কর্মশালা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাঁচ দিনব্যাপী ‘প্রেজেন্টেশন হেক্স ২.০’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে ‘প্রেজেন্টেশন প্রো’ চবি শাখা কর্মশালাটির আয়োজন করে। পুরো কর্মশালায় মিডিয়া পার্টনার হিসাবে থাকছে দৈনিক পূর্বকোণ।

কর্মশালাটির প্রথম দিন উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজুদ্দৌলা। অনুষ্ঠানে কম্প্রিহেন্সিভ প্রেজেন্টেশন বিষয়ে বক্তা ছিলেন টেন মিনিট স্কুল এর কন্টেন্ট কন্সালটেন্ট সাকিব বিন রশিদ।

অধ্যাপক সিরাজুদ্দৌলা বলেন, যেকোনো শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও কর্মতৎপর হয়ে উঠতে প্রেজেন্টেশনের বিকল্প নেই। কলেজ কিংবা ইউনিভার্সিটির গণ্ডি পেরুতে সকল শিক্ষার্থীকেই প্রেজেন্টেশন দিতে হয়। সাধারণতঃ প্রেজেন্টেশনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যা সকল শিক্ষার্থীকেই মেনে চলতে হয়।

উল্লেখ্য, প্রেজেন্টেশন প্রো একটি বিজনেস স্কিল ডেভেলপমেন্ট ক্লাব যা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে আসছে। প্রেজেন্টেশন হ্যাকস ২.০ শিক্ষার্থীদের উন্নয়নের জন্য একটি আয়োজন। এই আয়োজনে থাকছে তিনটি ওয়ার্কশপ এবং ২ রাউন্ডের একটি প্রতিযোগিতা। ওয়ার্কশপগুলো হলো- কম্প্রিহেন্সিভ প্রেজেন্টেশন, আইডিয়া জেনারেশন ও স্লাইড ম্যাকিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d