চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের প্রশ্ন করা নিয়ে হট্টগোল

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে এক মতবিনিময় সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সমন্বয়কদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে।

সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে আয়োজিত এ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের সঙ্গে সহমত প্রকাশ করতে হবে, এটা চাই না। আমরা চাই দ্বিমত প্রকাশ অব্যাহত থাকুক। দ্বিমত প্রকাশের মধ্য দিয়েই আমরা সমাধানে পৌঁছাতে পারব।”

সভায় এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা এখনই রাজনৈতিক দল গঠন করব কি করব না, এটা বলছি না। তবে আমরা যদি গঠন করি, তাহলে আমাদের রাজনৈতিক মতাদর্শ কেমন হবে? এই মতাদর্শ নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। নয়তো একটা প্রশাসনিক ফ্যাসিস্ট কাঠামো তৈরি হবে।”

আন্দোলনের ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনারা যে রাজনৈতিক বন্দোবস্ত করবেন, সেটি চব্বিশকে ভিত্তি করে করবেন, নাকি একাত্তরকে ভিত্তি করে? কারণ, একাত্তরকে ভিত্তি করে যদি করেন, তাহলে সেটি ছিল আওয়ামী বয়ানের ওপর প্রতিষ্ঠিত। এটিকে বিকৃত করা হয়েছে।”

এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ, সহসমন্বয়ক খান তালাত মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা দুইটার দিকে ৫ আগস্ট চট্টগ্রামে কমিটি দেওয়া ও সরকার পতনের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সচল না করাসহ সমন্বয়কদের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করতে থাকেন। এসময় ইসলামিক অধ্যয়ন বিভাগের স্নাতকোত্তরের শাখাওয়াত হোসেন নামের এক শিক্ষার্থী সমন্বয়কদের পক্ষ নিয়ে বক্তব্য দিলে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল শুরু হয়।

ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের জমির উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের জগলুল আহমেদ, চতুর্থ বর্ষের মোহাম্মদ রাফসান ও তৃতীয় বর্ষের আলিম খানের অভিযোগ, সমন্বয়কদের বর্তমান কমিটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করায় তাদের ওপর হামলার চেষ্টা করা হয়।

পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর অনুরোধে পরিস্থিতি শান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d