চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যায় হাজারো মানুষের ঢল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জনপ্রিয় কলরব শিল্পীগোষ্ঠী, সালেহিন শিল্পীগোষ্ঠী ও রেসালাহ শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বৃষ্টি উপেক্ষা করেই কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মেতে ওঠে পুরো এলাকা।

চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হকের সভাপতিত্বে আরবি বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ক্যাম্পাসে অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সবাই স্বাধীনভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই আয়োজনগুলো করতে পারছে। কিছুদিন আগেও ক্যাম্পাসের এমন পরিবেশ ছিলো অকল্পনীয়। এখন সকল মনোভাবের মানুষের মেলবন্ধনে নতুন আমেজ সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d