চবিসাসের নির্বাচন আজ, ৭ পদে ১৪ প্রার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে বুধবার (৬ মার্চ)। ৭টি পদের বিপরীতে নির্বাচনে অংশ নিচ্ছেন ১৪ জন প্রার্থী।
মঙ্গলবার (৫ মার্চ) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রার্থীরা হলেন:
সভাপতি পদে- বাংলানিউজ২৪ ডটকমের প্রতিনিধি মোহাম্মদ আজহার ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি নবাব আব্দুর রহিম।
সহসভাপতি পদে- জাগোনিউজ২৪ এর প্রতিনিধি আহমেদ জুনায়েদ ও বাংলা ট্রিবিউনের দোস্ত মোহাম্মদ।
সাধারণ সম্পাদক পদে- দৈনিক যুগান্তরের রোকনুজ্জামান ও দৈনিক আমাদের নতুন সময়ের জিল্লুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে- দৈনিক পূর্বদেশের শাহ রিয়াজ মোহাম্মাদ ও চ্যানেল-২৪ এর জুনায়েদ খান।
অর্থ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- দৈনিক মানবজমিনের সুমন বাইজিদ ও দৈনিক আজকালের খবরের ইয়াছিন আরাফাত।
দপ্তর ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে- বাংলাদেশ প্রতিদিনের চবি প্রতিনিধি জানে আলম ও দৈনিক কালের কণ্ঠের জাহিদ হাসান।
কার্যনির্বাহী সদস্য পদে- দেশ রূপান্তরের প্রতিনিধি আজিম সাগর ও দৈনিক খবরের কাগজের মাহফুজ শুভ্র।
চবিসাসের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার।। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান ও আফজালুর রহমান।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে চলবে নির্বাচন। একই দিন ভোট গণনা শেষে দুপুর আড়াইটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অনুমোদিত সাংবাদিকদের একমাত্র সংগঠন। এই নির্বাচনে সমিতির ৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।